প্রধানমন্ত্রী কার্যালয়ে'র এটুআই প্রকল্পের সহযোগিতায় ২০১০ সালে প্রতিষ্ঠানটিতে সময়িকভাবে একটি ল্যাপটপ কম্পিউটার-ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। ৩য় তালায় ৩০৫ নং রুমে অবস্থিত ল্যাবটিতে ইন্টারনেট (ওয়াই-ফাই) সংযোগ এর ব্যবস্থা আছে। এখানে ৩০টি কম্পিউটার সহ ডিজিটাল কার্যক্রমের জন্য দ্রুতগতির ল্যান-নেটওয়ার্কের সুযোগ-সুবিধা আছে। উচ্চ গতির ইন্টারনেট সংযোগ এর সাহায্যে ব্যবহারকারীরা সহজেই অনলাইন তথ্য জগতে প্রবেশ করতে পারে।