Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ এপ্রিল ২০২৫

সচিব

2025-04-10-09-58-164627c2e13a775046e3e461a801d457

জনাব মো: রেজাউল মাকছুদ জাহেদী

​সচিব
স্থানীয় সরকার বিভাগ
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

জনাব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী বিগত ০৭/০৪/২০২৫ তারিখে স্থানীয় সরকার বিভাগে সচিব হিসেবে যোগদান করেন। এর আগে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। বিসিএস প্রশাসন সার্ভিসের সদস্য হিসেবে তিনি ১৯৯৪ সালে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে  চাকরিতে যোগদান করেন। জনাব জাহেদী দীর্ঘদিন ধরে মাঠ প্রশাসনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। চাকরিকালে তিনি সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার, নেজারত ডেপুটি কালেক্টর, সহকারী কমিশনার (ভূমি) ও আরডিসি হিসেবে ভূমি প্রশাসন, ম্যাজিস্ট্রেসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক হিসেবে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, প্রকল্প পরিচালক হিসেবে প্রকল্প ব্যবস্থাপনা এবং উদ্ভাবন ও সৃজনশীল কর্মকাণ্ডে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেন।

কর্মজীবনের অংশ হিসেবে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) মহাপরিচালক (অতিরিক্ত সচিব), আইসিটি অধিদপ্তর, আইসিটি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে উপপরিচালক এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।একজন পেশাদার সিভিল সার্ভেন্ট হিসেবে জনস্বার্থ পূরণের স্বপ্ন রয়েছে তার। বাংলাদেশের প্রযুক্তিগত অগ্রগতির বিবর্তন প্রক্রিয়ার পাশাপাশি বিশ্ব পরিস্থিতি, নীতি প্রণয়ন, জনপ্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রকল্প ব্যবস্থাপনা, ডিজিটাল অর্থনীতি নেতৃস্থানীয় স্মার্ট বাংলাদেশ বিষয়ে তার আগ্রহের ক্ষেত্র।

জনাব জাহেদী পেশাগত জীবনে দেশি বিদেশি বিভিন্ন ডিগ্রি অর্জন করেছেন বিশেষত, তিনি চীন প্রজাতন্ত্রের সান  ইয়েৎ বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে লোক প্রশাসনে স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে প্রকল্প ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন প্রজেক্ট ম্যানেজমেন্ট ইন্সটিটিউট আমেরিকা থেকে তিনি PMP Certified ডিগ্রী অর্জন করেন তিনি সুইস ডেভেলপমেন্ট কো-অপারেশনের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দুর্যোগ ব্যবস্থাপনায় এম এস সি ডিগ্রি অর্জন করেছেন। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে। এছাড়াও তিনি আইন ও প্রশাসন কোর্সের শ্রেষ্ঠ ট্রেইনি অফিসার হিসেবে বিসিএস প্রশাসন একাডেমি থেকে মহাপরিচালক পদক লাভ করেন।তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র থেকে অ্যাডভান্সড কোর্স অন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (এসিএডি) বিষয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন।

তিনি বিভিন্ন সময়ে প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালায় অংশগ্রহণ এবং পেশাগত উন্নয়নের উদ্দেশ্যে বিশ্বের অনেক দেশ ভ্রমন করেছেন তন্মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইজারল্যান্ড, তুরস্ক, ডেনমার্ক ইত্যাদি ইউরোপীয় দেশ,  এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহ এবং সার্কভুক্ত দেশসমূহ উল্লেখযোগ্য।