প্রশিক্ষণ এবং পরামর্শ বিভাগ
এনআইএলজি’তে সাধারণত: স্থানীয় সরকার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। তবে বিভিন্ন সংস্থা/প্রকল্পের চাহিদার প্রেক্ষিতে অন্যান্য বিষয়ে যেমন: দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচী ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
(ক) প্রশিক্ষণের প্রকার/ধরণ: এনআইএলজি প্রশিক্ষণার্থীদের চাহিদার সাথে সমন্বয় রেখে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। সাধারনত ছয় ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয় যেমন:-
(খ) প্রশিক্ষণার্থী: এনআইএলজি প্রধানত স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচিত প্রতিনিধি ও নিয়োজিত কর্মকর্তাগণকে প্রশিক্ষণ প্রদান করে থাকে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্য; উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সদস্য; জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও কর্মকর্তা-কর্মচারী, পৌরসভা ও সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহে কর্মরত কর্মচারীগণ’কে সংক্ষিপ্ত প্রশিক্ষণ প্রদান করা হয়। ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সচিবদের দীর্ঘমেয়াদী বুনিয়াদী প্রশিক্ষণ ও বিষয়ভিত্তিক বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া স্থানীয় সরকার ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট কর্মচারীগণকে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।
বাংলাদেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলিতে দায়িত্ব পালনরত সকল নির্বাচিত জনপ্রতিনিধি এবং কর্মকর্ত-কর্মচারীগণই এনআইএলজি থেকে প্রশিক্ষণ নিয়ে থাকেন।
(গ) প্রশিক্ষণের পরিধি: এনআইএলজি’র প্রশিক্ষণ পরিধি নিম্নরূপ -
(ঘ) প্রশিক্ষণ পদ্ধতি: প্রশিক্ষণসূচি প্রণয়নের ক্ষেত্রে প্রশিক্ষণার্থীর প্রত্যাহিক কর্মের সাথে সংশ্লিষ্ট এবং চাহিদার কথা বিবেচনা করা হয়ে থাকে। প্রশিক্ষণে অংশগ্রহণমূলক পদ্ধতির উপর গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণে অনুসরণীয় সাধারন পদ্ধতিসমূহ হলো-
(ঙ) প্রশিক্ষণ নেটওয়ার্ক: এনআইএলজি পরিকল্পনা মাফিক সফলতার সাথে প্রশিক্ষণ প্রদানের জন্য একটি কার্যকরী প্রশিক্ষণ নেটওয়ার্ক অনুসরণ করে থাকে। এ পদ্ধতিতে এনআইএলজি বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতা গ্রহণ করে থাকে। কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা প্রণয়ন করে জেলা ও উপজেলা প্রশিক্ষকগণের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। জেলা পর্যায়ে জেলা রিসোর্স টিম ও উপজেলা পর্যায়ে উপজেলা রিসোর্স টিমের কর্মকর্তাগণ এনআইএলজি থেকে প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি) পেয়ে থাকেন। প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষক থাকায় সারাদেশে একই মানের প্রশিক্ষণ নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
প্রশিক্ষণ ও পরামর্শ বিভাগের জনবল:
১) |
মো: কায়েসুজ্জামান |
পরিচালক, যুগ্মসচিব |
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) |
০১৫৫২৩২০২৭৫ |
|
||||
২) |
মোহাম্মদ জাহিদ আখতার |
যুগ্মপরিচালক |
জাতীয় ন্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) |
০১৮৩৪৮১১৯৩৪ |
|||||
৩) | অভিজিৎ বসাক | উপপরিচালক | জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট | ০১৭৯৯০৪৪৭৭৪ | |||||
৪) |
মোছা: জেসমিন নাহার |
উপপরিচালক |
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট |
০১৭৮৫৪৯৫৬২৯ |
|||||
৫) |
মোহাম্মদ মঈনুল হোসেন |
উপপরিচালক |
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) |
০১৭১৬৫৮৯০৬৮ |
|||||
৬) |
কামরুন নাহার |
উপ-পরিচালক |
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) |
০১৮১৬৪২৯৫৩৯ |
|||||
৭) |
মোঃ ওমর ফারুক পারভেজ |
সহকারি পরিচালক |
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) |
০১৭৯৮২৩৭১১৮ |
|||||
৮) |
এ জেহাদ সরকার |
সহকারী পরিচালক |
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) |
০১৭১২০৯২১৮৪ |
|||||
৯) |
নুরুল ইসলাম |
সহকারী পরিচালক |
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) |
০১৭১৩৫১১৬৯৬ |
|||||
১০) |
মনিকা মিত্র |
সহকারী পরিচালক |
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) |
০১৯২২২৮৭৫৮৩ |