Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ মে ২০২৩

৫৮তম বিওজি অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2023-04-19

গত ১৯ মার্চ, ২০২৩ তারিখ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম এমপি মহোদয়ের সভাপতিত্বে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর পরিচালনা বোর্ডের ৫৮তম সভা অনুষ্ঠিত হয়। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য এমপি। সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সম্মানীত সচিব জনাব মুহাম্মদ ইব্ রাহিম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জনাব সেখ মোহাম্মদ মহসিন, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান জনাব এ টি এম পেয়ারুল ইসলাম, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব জনাব মোঃ শাহাদৎ হোসেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) এর মহাপরিচালক ড. আব্দুল করিম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মিজানুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব সায়লা ফারজানা, অর্থ বিভাগের যুগ্মসচিব জনাব নাসিমা পারভীন, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের এমডিএস ড. মোঃ মোহসিন আলী, কান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব তুষার মধু এবং সভার সদস্য সচিব জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক জনাব সালেহ আহমদ মোজাফফর। সভাপতি মহোদয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে অধিকতর কার্যকর করার জন্য চাহিদা যাচাই করে বিষয় ভিত্তিক প্রশিক্ষণের আয়োজন এবং কোর্স কারিকুলাম যুগোপযোগী ও সবসময় হালনাগাদ করার জন্য পরামর্শ প্রদান করেন। তিনি আরো বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে কিভাবে আত্ননির্ভরশীল করা যায় এ বিষয়ে গবেষণা করা প্রয়োজন। যে সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ ভাল কাজ করছে তাদেরকে মডেল হিসেবে নিয়ে অন্যান্য প্রতিষ্ঠানসমূহকে কিভাবে আত্ননির্ভরশীল করা যায় সে সম্পর্কে গবেষণা করার পরামর্শ দেন।